স্টাফ রিপোর্টার: ঢাকার নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তিন কলেজের অধ্যক্ষের করা আবেদন শুনে তাদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ছয় মাসের জন্য স্থগিত করে দেন। এর ফলে নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে শিক্ষার্থীদের।