সুপ্র’র উদ্যোগে জাতীয় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

জেলা পর্যায়ে জাতীয় বাজেট ২০১৫-১৬ পরবর্তী সংবাদ সম্মেলন গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে এর সভাপতিত্ব করেন সুপ্র চুয়াডাঙ্গা জেলা ক্যাম্পেইনার অধ্যাপক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্র জেলা কমিটির সম্পাদক রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। ঘোষিত বাজেটের ওপর সুপ্রর অবস্থানপত্র উপস্থাপন করেন সুপ্র চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি শাহীন সুলতানা মিলি। অবস্থানপত্রের ওপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম। তাকে সহযোগিতা করেন কমিটির সদস্য ইলিয়াছ হোসেন, বিল্লাল হোসেন, জহির রায়হান ও শাহেদ হাসান হালিম। সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর এবং পর্যালোচনার প্রেক্ষিতে জেলা প্রচারাভিযান কমিটি এবারের বাজেটে কিছু সুপারিশ তুলে ধরেন। সুপারিশসমুহ অর্থমন্ত্রী এবং সুপ্র সচিবালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় জেলা বাজেটের জন্য প্রয়োজনীয় আইনি সংশোধন করে প্রয়োজনে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালীকরণের পাশাপাশি স্বল্প পরিসরে হলেও জেলা বাজেটের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখাসহ ১০ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। -প্রেসবিজ্ঞপ্তি

Leave a comment