দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে ভারত হতে আসা কালী নামে ষাঁড়টি রাতারাতি উধাও : ষাড়টি বিক্রি করে টাকা ভাগাভাগির অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কার্পাসডাঙ্গার আদিবাসীপাড়ায় আশ্রিত ভারত থেকে কালীর নামে ছেড়ে দেয়া একটি ষাঁড় রাতারাতি বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। ষাঁড় বিক্রির টাকা ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগের তীর স্থানীয় সাংবাদিকসহ রাজনৈতিক পরিচয়ধারী কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির দিকে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, আদিবাসী বিপুল ও সাংবাদিকসহ কতিপয় ব্যক্তি একবার ষাঁড়টি বিক্রি করে ফেরত দিলেও এবার তা হজম করতে সক্ষম হয়েছে। এদিকে হারান সর্দারের ছেলে বিপুল সর্দার ষাঁড়টি রাতের আধাঁরে হারিয়ে গেছে বলে দাবি করে। কিন্তু বিপুলের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে জানতে চাওয়া হলে বলে, ষাঁড়টির দু চোখ অন্ধ, দেখতে পায় না বিধায় হারানোর প্রশ্নই ওঠে না। পাশের বাড়ির কয়েকজন সাংবাদিকদের বলেন, রাতের আধাঁরে বিপুল ও তার লোক এসে পাউয়ারটলিতে করে নিয়ে যায়। ষাঁড়টির মূল্য ১ লাখ টাকা হবে বলেও স্থানীয় জনগণ দাবি করে। কিন্তু রাতের আধারে ৭০ হাজার টাকায় বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। এ টাকা তিন ভাগে ভাগ হয়েছে বলে গুঞ্জন উঠেছে। বিপুল সর্দার, কতিপয় সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারী ব্যাক্তির পকেটে ভরেছে। এলাকার আলোচিত কালীর ষাঁড়টি রাতের আধাঁরে যারা বিক্রি করে দিয়েছে তাদের চিহ্নিত করে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Leave a comment