শোধনাগারে উৎপাদক নলকূপ স্থাপনের কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর সরবরাহকৃত পানির পাইপ আজ সকাল ৯টা থেকে ব্লিসিং দিয়ে পরিষ্কার করা হবে। সে কারণে ৯টার পর থেকে পৌর সবরাহকৃত পানি ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে আগামীকাল থেকে যথারীতি পানি ব্যবহার করা যাবে। এদিকে গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভার পানি শোধনাগার চত্বরে উৎপাদক নলকূপ (পাম্প) স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৩৭ জেলা শহর পানি সরবরাহ প্রকল্পের আওতাভুক্ত চুয়াডাঙ্গা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে উৎপাদক নলকূপ স্থাপন কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রাক্কলনিক নজিবর রহমান, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের আলী রেজাসহ বাদল, টিটো, টুইচ, পিন্টু প্রমুখ।