পরীক্ষায় নকল ঠেকাতে ড্রোন ব্যবহার করবে চীন

 

মাথাভাঙ্গা মনিটর: শিক্ষার্থীদের নকল করা থেকে বিরত রাখতে নতুন ‘পাহারাদার’ নিযুক্ত করেতে যাচ্ছে চীনা কর্তৃপক্ষ। এ পাহারাদার আর কেউ নয়, উচ্চ প্রযুক্তিসম্পন্ন ড্রোন (মনুষ্যবিহীন বিমান)! আলজাজিরার সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে ছয়-পাখাবিশিষ্ট ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চীন। ইতোমধ্যে হেনান প্রদেশের লুইয়াং শহরে দুবার ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়নও করা হয়েছে। ড্রোনটি পরীক্ষাকেন্দ্রর ভেতরে শিক্ষার্থীদের ওপর দিয়ে উড়ে যাবে। এ সময় কোনো শিক্ষার্থী অবৈধ পদ্ধতি অবলম্বন করলে ড্রোনটি সঙ্কেত দেবে।

হেনান প্রদেশের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত রোববার পরীক্ষামূলকভাবে ড্রোনটি উড়ানো হয়। প্রথমদিনের ওই পরীক্ষায় ড্রোনটি কোনো সঙ্কেত দেয়নি। চীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যারয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিতে হয়। এরপর ফলাফলের ভিত্তিতে তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেয়া হয়। ওই পরীক্ষাগুলোতে ব্যাপক হারে নকল হয় বলে অভিযোগ রয়েছে। এ কারণেই তা ঠেকাতে এ প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a comment