দামুড়হুদা অফিস: দামুড়হুদার রঘুনাথপুর গ্রামে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আশাদুল হক আশার তিন বছরের শিশুকন্যা তাপছিনকে খেপা কুকুরে তিন মাস আগে কামড় দেয়। তার পিতা কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা দেন। গত দু-তিন আগে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পানি চেলে তার সামনে পানি নিয়ে গেলে ওই পানিতে কুকুর আছে বলে চিৎকার দেয়। পরে হাসপাতালে নেয়া হয়। পরদিন বাড়িতে নিয়ে আসে। রাতে শিশুটি কথা বলতে বলতে মারা যায়।