মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি উচ্চ নিরাপত্তার জেল থেকে দু কয়েদীর পালিয়ে যাওয়ার ঘটনাকে ‘সঙ্কটজনক পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন রাজ্যের গভর্নর। পলাতক দুজন সম্পর্কে তথ্য দিতে পারলে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে নিউইয়র্ক রাজ্য সরকার। রিচার্ড ম্যাট (৪৮) ও ডেভিড সোয়েট (৩৪) নামের ওই দু অপরাধী আবারো মারাত্মক অপরাধ করতে পারে বলে সতর্ক করেছেন রাজ্য গভর্নর এনড্রিউ কুওমো। জেলটি থেকে গত দেড়শ বছরের মধ্যে এটিই পালিয়ে যাওয়ার প্রথম ঘটনা। পালানোর জন্য অপরাধীরা বিদ্যুৎ চালিত ড্রিল ব্যবহার করে। ওই দু পলাতক প্রথমে তাদের সেলের লোহার দেয়াল কেটে ফেলে। এরপর তারা একটি লোহার টানেলের দেয়াল কেটে ম্যানহোলের মাধ্যমে পালিয়ে যায়।