দর্শনা অফিস: দামুড়হুদা বিভিন্ন বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ভারতীয় মদ ও ফেনসিডিল। আটক করেছে আলমগীর নামের অভিযুক্ত এক মাদক কারবারীকে। ভ্রাম্যমান আদালতে আলমগীরকে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে আটক করে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মানিকপুরের আব্দুর সাত্তারের ছেলে আলমগীরকে (২৫)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আলমগীরের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ বোতল ভারতীয় মদ। আলমগীরকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আলমগীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। গত শনিবার রাত দেড়টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক কাজি আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান জীবননগরের সিংনগর মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে ৩৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে পারলেও কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি। শনিবার রাত দুটোর দিকে দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মুরাদ হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ছোটবলদিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। একই সময় দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ফয়জুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে কুতুবপুর তালতলা নামক মাঠ থেকে উদ্ধার করেছেন ৮৫ বোতল ভারতীয় মদ। ভোর ৫ টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আরাফাতুল্লাহ সঙ্গীয় সদস্যদের নিয়ে ঝাঝাডাঙ্গা মাঠ থেকে উদ্ধার করেছেন ২৫ বোতল ভারতীয় মদ।।