এগুয়েরোর হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

 

মাথাভাঙ্গা মনিটর: আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকাকে সামনে রেখে বলিভিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। সার্জিও এগুয়েরোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অপর গোল দুটি করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে আর্জেন্টিনা। বল নিজেদের দখলে রেখে খেলার ২৫ মিনিটেই লিড নেয় দলটি। জাভিয়ার পাস্তেরোর অ্যাসিস্টে গোল করেন ডি মারিয়া। ম্যাচের ২৯ মিনিটেই লিড দ্বিগুণ করে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্টরা। পেনাল্টি থেকে নিজের প্রথম গোল আদায় করে নেন আগুয়েরো। তবে দু মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার এগুয়েরোর। ডি মারিয়ার কর্নার শট থেকে আলতো পাঁ লাগিয়ে গোল করেন তিনি। পরে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

বিরতির পর আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। এরই সুবাদে খেলার ৫১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এগুয়েরোর। এ হ্যাটট্রিকের ফলে জাতীয় দলে হয়ে ২৬ গোল করে সেরা ৫ গোলদাতা হলেন তিনি। ম্যাচের ৫৪ মিনিটে দিশেহারা বলিভিয়া নিজেরে বক্সে ফাউল করলে আবারো পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা। আর এবার শট নিতে আসেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ডি মারিয়া। তবে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার শটটি যথেষ্ট ছিলো (৫-০)। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনোর শিষ্যরা। কোপা আমেরিকায় আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে মেসিরা।

Leave a comment