স্টাফ রিপোর্টার: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তা ও ফেনী নদীর পানি বন্টন নিয়ে আলোচনা না হওয়ায় জনগণ হতাশ বলে মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ১৯টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা সারক কার্যত ভারতের প্রয়োজনেই হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দেশের সাড়ে ১৬ কোটি মানুষ দুদেশের বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে বুকভরা আশা নিয়ে অপেক্ষা করছিলো। কিন্তু দ্বিপাক্ষীক বাণিজ্য, উপকূলীয় জাহাজ চলাচল ও দু রুটে বাস চলাচলের ৪টিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা সারক সাক্ষর হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সামুদ্রিক বন্দর ব্যবহারের সুযোগ পাবে ভারত। বাংলাদেশের ওপর দিয়ে উত্তর ভারতে যাওয়ার ট্রানজিট সুবিধা পাবে উত্তর-পূর্ব ভারত। এ সবই কার্যত ভারতের প্রয়োজনেই সম্পাদিত হয়েছে। জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, নরেন্দ্র মোদী দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের তার সফরসঙ্গী হিসেবে নিয়ে আসায় সঙ্গত কারণেই জনগণ আশা করেছিলো এ সফরে তিস্তা নদী ও ফেনী নদীর পানির ন্যায্য হিস্যা পাবে বাংলাদেশ। কিন্তু এ দুটি নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে কোনো আলোচনা না হওয়ায় জনগণ হতাশ হয়েছে।