জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছ আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর ইসলামপুর সড়ক থেকে এ ইলিশ আটক করা হয়। আটক ইলিশ পরে নিলামে বিক্রি করা হয়।
বিজিবি জানায়, আটককৃত ইলিশ মাছগুলো ভারতে পাচারের উদ্দেশে চোরাকারবারীরা সীমান্তে নিয়ে যাচ্ছিলো।