স্টাফ রিপোর্টার: করিমন দুর্ঘটনায় চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর কলোনিপাড়ার আব্দুল আজিজের (৫০) দু পা গুঁড়িয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের ভিমরুল্লা-ফকিরপাড়ার মাঝে এ দুর্ঘটনা ঘটে।
জখম আব্দুল আজিজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। তিনি বলেছেন, চুয়াডাঙ্গা থেকে শ্যালোইঞ্জিনচালিত করিমনযোগে বাড়ি জয়রামপুরের উদ্দেশে রওনা হয়েছিলাম। বিপরীতমুখি অপর একটি করিমনের সাথে ধাক্কা লাগে। আছড়ে পড়ি। দুটি পা গুড়িয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে।