ভ্রাম্যমাণ/কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ দুর্গাপুর পাকারাস্তা ওপর থেকে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ভারতীয় মোবাইল সিমকার্ডসহ দু যুবককে আটক করে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ জানায়, উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মৃত বুদলা মল্লিকের ছেলে মহাব্বত আলী (৩৫) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার হিয়াবন্দী গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে জাহিদ হোসেন খোকন (৩২) রাস্তার ওপর বসে থাকা অবস্থায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম ও এএসআই মেজবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে সন্দেহজনকভাবে আটক করে।