বেগমপুর প্রতিনিধি: পাঁচ দিনের মাথায় ফের বেগমপুরের হিজলগাড়ি পুলিশ ক্যাম্পপাড়ায় তালাকেটে চোরচক্র চার বাড়িতে প্রবেশ করেছে। চুরি করে নিয়ে গেছে মোটরসাইকেল ও মোবাইলফোন।
জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে তালাকাটা চোরচক্র হানা দেয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি পুলিশ ক্যাম্পপাড়ায়। এ সময় চোরেরা সুলতান মণ্ডলের ছেলে শুকুর আলীর বাড়ির প্রধানগেটসহ বিভিন্ন জায়গার ছয়টি তালা কেটে ঘরে ঢুকলেও কিছুই নেয়নি, কাদের মণ্ডলের ছেলে আবু সামার বাড়ির ভাড়াটিয়া আশা এনজিও কর্মকর্তা হুসাইনের একটি টিভিএস মোটরসাইকেল, হাউসের ছেলে কামরুজ্জামানের বাড়িতে ঢুকে একটি মোবাইলফোন ও স্বর্ণকার জিয়ার বাড়ির প্রধানগেট ও ঘরের তালাকেটে ঘরে ঢুকলেও কিছুই নেয়নি বলে জানা গেছে। পাঁচ দিনের ব্যবধানে একই রাতে তালাকাটা চোরচক্রের এ চুরির ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে চুরি আতঙ্ক। উল্লেখ্য গত রোববার তালাকাটা চোরচক্র হিজলগাড়ি বাজারের পাঁচটি প্রতিষ্ঠানের ১০/১২ টি তালাকেটে একটি মোটরসাইকের নিয়ে যায়। এ বিষয়ে হিজলগাড়ি ক্যাম্প পুলিশ ইনচার্জ এএসআই শরিফুল ইসলাম বলেন, তালাকেটে বাড়ি থেকে চোরেরা কিছু নিয়ে গেলে পুলিশের কি বা করার আছে।