আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার কাওছারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে একই গ্রামের দু’যুবকের নিকট থেকে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, হাটবোয়ালিয়ার মৃত আজগর আলীর ছেলে কাওছার আলী লিবিয়ায় নিয়ে যাওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে একই গ্রামের সবেদ আলীর ছেলে ঠাণ্ডুর নিকট থেকে তিন লাখ ও হবিবার রহমানের ছেলে ঝন্টুর নিকট থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত বছরের নভেম্বর মাসে আদমব্যবসায়ী কাওছার আলী বিদেশ পাঠানোর নামে টাকা নিয়ে প্রায় এক বছর অতিবাহিত হওয়ার পরও তাদেরকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেনি। এ ব্যাপারে গ্রামের মানুষ তাকে চাপ সৃষ্টি করলে কাওছার বর্তমানে গ্রাম থেকে পালিয়েছে। বর্তমানে সে আলমডাঙ্গা শহরের আশপাশে আত্মগোপন করে আছে বলে অভিযোগ উঠেছে।