প্যাথিডিনসহ মাদকব্যবসায়ী মুরাদ আলী গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: ১৫ অ্যাম্পল প্যাথিডিনসহ গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা পুলিশ গোবিন্দপুর গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী মুরাদ আলীকে (৩০) গ্রেফতার করেছে।

জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে দীর্ঘদিনের চিহ্নিত মাদকব্যবসায়ী মুরাদ আলীকে গতকাল দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ ১৫ অ্যাম্পল প্যাথিডিনসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মুরাদ জানিয়েছে, সে আগে ফেনসিডিল ও হেরোইন বিক্রি করতো। মাঝে বেশ কিছুদিন মাদকব্যবসা বন্ধ করে দিয়েছিলো। গতকাল তার ব্যবহৃত মোবাইলফোনটি ১ হাজার ৫শ টাকায় বিক্রি করে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের মাদকব্যবসায়ী মিন্টুর নিকট থেকে ওই প্যাথিডিন কিনে নিয়ে আসে।

ছবি: ইমেইল। প্যাথিডিনসহ মাদক ব্যবসায়ি মুরাদ আলী গ্রেফতার।