আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পৌর ইসলামী পার্ক কমপ্লেক্সে অবস্থিত জান্নাতুল বাকী মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার পৌর মেয়র মীর মহিউদ্দিন এ মসজিদের উদ্বোধন করেন। ১৮ বিঘা জমির ওপর নির্মিত পৌর ইসলামী পার্ক কমপ্লেক্সে অবস্থিত এ মসজিদ উদ্বোধনের মধ্যদিয়ে আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন পুরণ হলো।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, শহরে একমাত্র কবরস্থানে জায়গা সংকুলান না হওয়ায় বিকল্প এ ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে মসজিদসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ মসজিদে মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, ঈদগা ময়দান ও কবরস্থান রয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক মিয়া, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা পিপি, শাহাবুদ্দিন সাবু, কাজী কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি একাংশের সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু চেয়ারম্যান, হাজি মোজাম্মেল হক, হাজি রবিউল ইসলাম, মীর ইসমাইল হোসেন, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, আয়ুব আলী, মীর উজ্জ্বল, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।