ভ্রাম্যমাণ আদালত : একই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র রাজুর জেল

দামুড়হুদার লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন

 

দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদনসহ যৌন হয়রানির অপরাধে রাজু (১৬) নামের একই স্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত কিশোর দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং কাদিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ওই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র রাজু। প্রায় বছর খানেক আগে প্রেম নিবেদন করে এবং স্কুলে আসা-যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল রাজু। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রী তার এক সহপাঠীর সাথে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথের মাঝে রাজু তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। ওই ছাত্রী স্কুলে পৌছে বিষয়টি প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক কানিজ ফাতেমা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান খোকনকে অবহিত করেন। অভিযোগ পেয়ে স্কুলকর্তৃপক্ষ বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে জানান। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত রাজুকে পথের মাঝ থেকে আটক করেন এবং স্কুলে নিয়ে যান। তিনি এ সময় ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের কাছে শোনেন এবং অভিযুক্ত ছাত্র রাজুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ৩৫৪ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন। এ দিকে রাজুকে জেলে পাঠানোর কারণে রাজু এবং ওই স্কুলছাত্রীর পরিবারের মধ্যে চরম উত্তেজনা চলছে বলে এলাকাবাসী জানান।