আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত : জরিমানা আদায়

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় মদপানের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খয়বার নামের এক যুবকের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে কনা নার্সিং হোমের পুকুরপাড় থেকে পুলিশ খয়বারকে আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের ওমর আলীর ছেলে খয়বার (৩০) দীর্ঘদিন ধরে মদপান করেন। গত পরশু শুক্রবার রাতে মদপান করে এসে আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডে কনা নার্সিং হোমের পেছনে পুকুরঘাটের সিঁড়ির ওপর শুয়ে ছিলো। ভোরে কনা নার্সিং হোমের রোগীর লোকজন পুকুরে থালাবাটি ধুতে গিয়ে প্রথমে ভয় পায়। এ সময় থানায় খবর দিলে এসআই টিপু সুলতান খয়বারকে ধরে নিয়ে যায়। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খয়বারকে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে জরিমানার ২ হাজার টাকা প্রদান করে খয়বার মুক্ত হন।

Leave a comment