অনার্স শেষ বর্ষ ফরম পূরণে অতিরিক্ত ফিস আদায়

মেহেরপুর কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজের অনার্স শেষ বর্ষ ফরম পূরণে অতিরিক্ত ফিস আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বিক্ষোভ মিছিল চলাকালে তারা কয়েকটি চেয়ার ভাঙচুর করাসহ একটি জানালা ভাঙচুর করেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, রাশেদ, জসিম, মানিক, ইয়াকুব প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, সাধারণ ছাত্রদের পক্ষে টাকা বেশি নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। তিনি আরো বলেন, বিক্ষোভ মিছিল চলাকালে একটি চেয়ার ও একটি জানালা ভেঙেছে ছেলেরা। এটাকে ভাঙচুর বলে না। তিনি আরো বলেন, অধ্যক্ষ স্যার ২ হাজার ২৫০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা করে পরীক্ষা ফিস নিলেও আমাদের কিছু বলার থাকতো না। কিন্তু তিনি প্রতি শিক্ষার্থীর নিকট থেকে ৬ হাজার ৭শ’ টাকা করে জোর করে আদায় করছেন। অথচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীপ্রতি ২ হাজার ৭শ’ টাকা ফিস নির্ধারণ করে দিয়েছে।

এদিকে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, ফরম পূরণে বেশি টাকা নেয়া হচ্ছে না। তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীপ্রতি সর্বসাকুল্যে ২ হাজার ২৫০ টাকা করে নিচ্ছি। কিন্তু ছাত্রলীগের ছেলেরা ২০ জন ছাত্রের ফিস মৌকুফ করার দাবি করে। তাদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ বিষয়ে কলেজের শিক্ষকদের নিয়ে একটি মিটিং করা হয়েছে।

Leave a comment