গাংনী প্রতিনিধি: সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে গতকাল শনিবার দুপুরে প্রেসব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।
প্রেসব্রিফিঙে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত। তিনি বলেন, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ, উন্নত দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সম্পদের অপ্রতুলতা ও পারিপার্শ্বিক নানাবিধ প্রতিকুলতা থাকলেও দিনবদলের সনদ বাস্তবায়নে সরকারের অর্জন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। সরকারের প্রথম মেয়াদের ৫ বছর ও দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, শিক্ষার হার ও মান উন্নয়ন, শিশু ও নারীসহ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সড়ক, রেল, নৌ যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষির বিকাশ, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠাসহ প্রতিটি ক্ষেত্রেই রূপকল্প ২০২১ এ দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, সরকারের ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজগুলোর গঠনমূলক সমালোচনা করতে হবে। এর ফলে দুর্নীতি যেমন কমবে ঠিক তেমনি সরকারের কর্মকর্তাদের উৎসাহ বৃদ্ধি পাবে। এসময় আরো বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাংবাদিক মজনুর রহমান আকাশ, জুলফিকার আলী কানন, মাজেদুল হক মানিক, সাহাজুল সাজু প্রমুখ। প্রেসব্রিফিঙে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।