দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ এলাকায় হিসনা নদীর পাড় থেকে সাইদ আলী (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী আকিজ বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকার সিদ্দিকুর আলীর ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, হিসনা নদী দখল নিয়ে সিদ্দিক আলীর সাথে একই এলাকার কামাল, শফিকুল ও ফেরদৌস গংদের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বৃহস্পতিবার দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে সিদ্দিকুরের চতুর্থ শ্রেণি পড়–য়া ছেলে সাইদকে প্রতিপক্ষের লোকজন ধরে নিয়ে গলা টিপে হত্যা করে হিসনা নদীতে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুষ্টিয়া হাসপাতালমর্গে পাঠায়। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নদীর দখল নিয়ে দুটি পক্ষের বিরোধ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্কুলছাত্রের নিহত হবার প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি জানান।