খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গা গাংনীর নান্দবারের আব্দুল আলিম ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। হৃদরোগে আক্রন্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। গতপরশু তার মৃতদেহ হেলিকপ্টারযোগে আসমানখালী নেয়া হয়। পরে নিজ গ্রামে সেনাসদস্যরা বিশেষ সম্মান প্রদর্শন শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর।
জানা গেছে, নান্দবারের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল আলিম সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদে কর্তব্যরত ছিলেন। বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত থাকাবস্থায় গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মরদেহ নিজ গ্রামের বাড়ি নেয়া হয়। খানেকটা হঠাৎ করে আসমানখালী ভোলার মাঠে হেলিকপ্টার অবতরণ দেখে এলাকার সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের দানা বাধে। পরে অবশ্য জানতে পারে এলাকার এক সেনাসদস্যের মৃত্যুর খবর। ৫ ভাই বোনের মধ্যে আব্দুল আলিম ছিলেন ছোট। স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।