মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতি বড়বাজার ত্রিবার্ষিক নির্বাচন

 

সভাপতি পদে হানিফ ও সম্পাদক পদে সামাদ পুনঃনির্বাচিত

মেহেরপুর অফিস: তহবাজার ব্যবসায়ী সমিতি বড়বাজার মেহেরপুরের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনের সভাপতি পদে আবু হানিফ ও সাধারণ সম্পাদক পদে আব্দুস সামাদ পুনঃনির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তহবাজার ব্যবসায়ী সমিতি বড়বাজার মেহেরপুরের ত্রিবার্ষিক নির্বাচন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আবু হানিফ (টেলিভিশন) ৩৮১ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান (বাইসাইকেল) ৩১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে ফয়েজউদ্দিন (টিউবওয়েল) ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (দোয়াত কলম) ১০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে নজরুল ইসলাম ফুলু (প্রজাপতি) ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আলী (ট্রাক) ২৪৩ ভোট পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুস সামাদ (কলস) ৪১৭ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদুল ইসলাম মনি (মাছ) ২২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সিনিয়র যুগ্মসম্পাদক পদে আলাল মালিথা (চাকা) ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ উদ্দিন (মোরগ) ২৮৭ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। যুগ্মসম্পাদক পদে সামসুজ্জামান মিঠু (ডাব) ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম (হাঁস) ৩০২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অর্থসম্পাদক পদে আব্দুল মতিন (হাতি) ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল আনোয়ার লালু (মই) ২৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া সদস্য পদে মো. আল আমিন (তারা) ৪৮৯ ভোট, আশাবুল হক (কবুতর) ৪৪৭ ভোট, আবুল কাশেম (খেঁজুরগাছ) ৪৩৬ ভোট, বনি শেখ (ফ্যান) ৪০৯ ভোট ও ফকির শাহ (হাতপাখা) ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে দপ্তরসম্পাদক পদে শামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৩ টি পদে মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে মোট ৭৪১ জন ভোটারের মধ্যে মোট ৭০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত লম্বা লাইনে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন অ্যাড. কামরুল হাসান। তাকে সহযোগিতা করেন আব্দুস সালাম।

Leave a comment