মুন্সিগঞ্জ প্রতিনিধি: প্রয়াত সাংবাদিক সদরুল নিপুলের আত্মার মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর, নীলমনিগঞ্জ ও আমিরপুর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার বাদ জুম্মা মোমিনপুর ইউনিয়ন প্রতিনিধি প্রয়াত সাংবাদিক সদরুল নিপুলের আত্মার মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর, নীলমনিগঞ্জ ও আমিরপুর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া প্রয়াত সাংবাদিক সদরুল নিপুলের পারিবারিক ভাবে নীলমনিগঞ্জ বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার মোমিনপুর ও আমিরপুর গ্রামের মসজিদে প্রয়াত সাংবাদিক সদরুল নিপুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক সদরুল নিরুলের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।