ঝিনাইদহ অফিস: পৌরসভার নাগরিকদের মুখোমুখি হয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইদুল করিম মিন্টুসহ কাউন্সিলররা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) গত বুধবার রাতে শহরের পাগলাকানাই মোড়ে জনগণের মুখোমুখি ঝিনাইদহ পৌর পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পৌরসভার মানোন্নয়ন, সেবা সংক্রান্ত সমস্যা ও সমাধান, জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, পৌরবাসীর অধিকারসহ নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র সাইদুল করিম মিন্টুসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা। সনাক সভাপতি শরিফাতুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে সনাক সদস্য এন.এম শাহজালাল, আসমা জামান, অধ্যক্ষ শাহাজ উদ্দিন, কাওসার আলী, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিকুর রহমান, কাজী শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সনাক সদস্য মো. মহব্বত হোসেন।
অনুষ্ঠানে মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, পৌরসভার সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে; কোনো প্রকার অনিয়ম, অবহেলা ও দুর্নীতি সহ্য করা হবে না। ঝিনাইদহ পৌরসভাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক, মাদকমুক্ত, আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র। এক্ষেত্রে নাগরিকদের সক্রিয় সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।