মাথাভাঙ্গা মনিটর: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তামিলনাড়ুর নেত্রী জয়ললিতা। আজ শনিবার সকাল ১১টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। রাজ্য গভর্নর কে রোসাইয়া জয়ললিতাকে তামিলনাড়ুতে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। ৬৭ বছর বয়সী এ নেত্রী দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ক্ষমতা ছাড়ার ৮ মাসের মাথায় আপন মহিমায় আবার ক্ষমতায় ফিরে এলেন। আট মাস আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন জয়ললিতা। মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরে দাঁড়াতে হয়। জেলে থাকতে হয় তিন সপ্তাহ। পরে জামিন মুক্ত পান তিনি। চলতি মে মাসে কর্ণাটকের উচ্চ আদালতে মামলা থেকে খালাস পান জয়ললিতা।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ৬ মাসের মাথায় তাকে রাজ্যের বিধান সভার কোনো একটি আসন থেকে নির্বাচিত হতে হবে।