দামুড়হুদায় গাঁজাসহ এক মহিলা আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনা শান্তিনগর থেকে সুন্দরি বেগম (৫৫) নামে এক মহিলাকে ৪শ’ গ্রাম গাঁজাসহ গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলাসহ সুন্দরিকে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম গোপনসূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দর্শনা শান্তিনগরের মৃত. শামসদ্দিনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মৃত. শামসদ্দিনের স্ত্রী সুন্দরি বেগমের বসতঘর তল্লাশি করে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নিজ হেফাজতে গাঁজা রাখা ও বিক্রির অভিযোগে সুন্দরিকে আটক করা হয়। পরে বিকেল ৪টার দিকে উদ্ধারকৃত গাঁজাসহ আটক সুন্দরিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। সুন্দরী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।