স্টাফ রিপোর্টার: বিয়ের দু মাসের মাথায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মেরে গুরুতর আহত করেছে স্বামী মনিরুদ্দীন। নির্যাতনের শিকার বিথি এ অভিযোগ করে চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশনের কাছে আইনগত সহায়তা চেয়ে আবেদন করেছে। গতকাল বৃহস্পতিবার এ আবেদন করা হয় বলে ফাউন্ডেশন জানিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের খেজুরতলা গ্রামের শহিদুল ইসলামেরে মেয়ে বিথী খাতুনের সাথে ঝিনাইদহ জেলা সদরের আরাপপুরের ছইরুদ্দীন মণ্ডলের ছেলে মনিরদ্দীনের বিয়ে হয়। বিয়ের সময় জামাইকে সাধ্যমত উপহারও দেন বিথীর পিতা। তাতে মন ভরেনি মনিরুদ্দীনের। বিথী অভিযোগ করে বলেছে, বিয়ের দু মাসের মাথায় দু লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে। গত ১৯ মে চ্যালা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্বামীর সাথে স্বামীর এক ভগ্নিপতিও নির্যাতন করে। চিকিৎসা নেয়ার পর গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশনে বিথী লিখিতভাবে আইনগত সহায়তা চেয়ে আবেদন করে। আবেদন গ্রহণ করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। উপস্থিত ছিলেন অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. জিল্লুর রহমান জালাল, অ্যাড. মসলেম উদ্দীন (২), অ্যাড. মো হানিফ উদ্দীন প্রমুখ।
আবেদন গ্রহণের সময় মানবতার নির্বাহী পরিচালক সকল প্রকারের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সাথে তিনি মামলার প্রক্রিয়া শুরু করেছেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।