স্টাফ রিপোর্টার: জীবননগর বাসস্ট্যান্ডের মোবাইলফোন মেরামতের দোকানি সালাউদ্দীনকে লাঠিপেটা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে তাকে মারপিট করা হয়। প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।
সালাউদ্দীনের শয্যাপাশে থাকা লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, জীবনননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা একটি গাড়ি কিনেছেন। এ উপলক্ষে থানাপাড়ার আল আমিন মিষ্টি বিতরণ করছিলেন জীবননগর বাসস্ট্যান্ডসহ আশে পাশের দোকানি পথচারিদের মধ্যে। মোবাইলফোন মেরামতের দোকানি সুলতানপুরের মৃত হাসান মাওলানার ছেলে সালাউদ্দীন প্রথমে মিষ্টি খাইনে বলে জানিয়ে পাশে থাকা ভাগ্নেকে দিতে বলে। তা নিয়ে বাধে বিরোধ। এরই এক পর্যায়ে লাঠিপেটায় আহত হন সালাউদ্দীন। তার মাথায় গুরুতর আঘাত হওয়ায় গতরাতেই রাজশাহী নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।