স্টাফ রিপোর্টার: তারামণি (৩৪) চুয়াডাঙ্গা সাতগাড়ির দরিদ্র স্বপনের সন্তান। বিয়ে হয়েছে তালতলা কুঠিপাড়ার আমির আলীর সাথে। বিয়ের পর থেকেই মাঝে মাঝে নির্যাতন করে স্বামী-শাশুড়ি। নির্যাতন সহ্য করতে না পেরে তারামণি পিতার বাড়ি ফিরলেও দারিদ্র্যতা তাকে স্বামীর ঘরে ফিরতে বাধ্য করে। এরই মাঝে তিন সন্তানও এসেছে সংসারে। স্বামী-শাশুড়ির নির্যাতন থামেনি। গতকালও সন্ধ্যায় স্বামী-শাশুড়ি পিটিয়ে আহত করেছে তাকে। প্রতিবেশীদের সহযোগিতায় তারামণিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারামণির অপরাধ, ঘরের বরান্দায় দাঁড়িয়ে সন্তানকে সুজি খাওয়াচ্ছিলো। কুসংস্কারাচ্ছন্ন শাশুড়ি আপত্তি তুলে ঝগড়া বাধায়। ছেলে ফিরলে অভিযোগ করে। তা শুনেই তারামণির ওপর নির্যাতনের খড়গ নামায় আমির আলী। নির্মম নির্যাতনে কাতর তারামণিকে শত নির্যাতনের পর আবারও তার স্বামীর ঘরেই ফিরতে হবে। তারামণির শয্যাপাশে থাকা নিকটজন এরকমই তথ্য দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তারামণিরা স্বামী-শাশুড়ির নির্যাতনের শিকার হওয়ার জন্যই বোধ হয় জন্মেছে।