ভ্রাম্যমাণ/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার দুর্গাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের মহিলাসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আইনাল হক পার্শ্ববর্তী খাস জমিতে গোবর ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী সমির আলীর সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে। এ সংঘর্ষে উভয়পক্ষের আহত হয়েছেন মহিন উদ্দিনের ছেলে হালিম (২৩), সেলিম (২৫), তহির আলীর স্ত্রী ছালিমা (৪৫), হাতেম আলীর স্ত্রী আলিয়া (৬০), ওসমানের স্ত্রী আরজীনা (২৫), রবিউলের স্ত্রী চায়না (২৮), জামাত আলীর ছেলে সাইদুর (২৫), পানেছ উদ্দীনের ছেলে আজিজুল হক (৭০), তার স্ত্রী জামেলা (৬০), ছেলে আইনাল হক (৪২), রমজান (৩৮), আইনাল হকের স্ত্রী ছালেহা (৩৭), ছেলে শামিম (১৬) ও রফিকুলের ছেলে শাহিনসহ (২৭) ১৪ জন গুরুতর আহত হয়। আহতদের দর্শনা, দামুড়হুদা ও চুয়াডাঙ্গার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে দু পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।