মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের ইসলামি ব্যাংক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন গাংনী উপজেলা জামায়াত ইসলামীর আমির আলহাজ রবিউল ইসলাম। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার তিনি নিচতলার গ্যারেজে মোটরসাইকেল রেখে ওপর তলায় ইসলামী ব্যাংকে যান। ফিরে এসে মোটরসাইকেল নিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করলে তার মোটরসাইকেলের ব্রেক ফেল করে। এতে তিনি মোটরসাইকেলসহ গড়িয়ে নিচে পড়েন। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।