১৯৯৫ সালের পর এই প্রথম কাপের শিরোপা জিতলো টানা চারবার সেরি আর চ্যাম্পিয়ন দল। এবার তারা ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে ৬ জুন বার্লিনে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে। বার্সেলোনার সামনেও দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের হাতছানি আছে। এক ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। ৩০ মে কোপা দেল রের ফাইনাল খেলবে তারা। নিজেদের মাঠ কাম্প নউতে তাদের প্রতিপক্ষ আথলেতিক বিলবাও।