স্টাফ রিপোর্টার: ফুটবল খেলায় সৃষ্ট বিরোধের জের ধরে চুয়াডাঙ্গার তালতলা কুটিপাড়ার একটি মুদিদোকান ভাঙচুর করা হয়েছে। কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে দোকানির স্ত্রী কোমেলা খাতুনকে (৪০)। গতরাত ৯টার দিকে দোকানে হামলা ও মহিলাকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর জখম মহিলা কোমেলা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতরাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত মহিলার শয্যাপাশে থাকা তার বড় ছেলে তুহিন বলেছেন, চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলা কুটিপাড়ার সাথে শ্মশানপাড়ার যুবকেরা ফুটবল খেলার আয়োজন করে। বিকেলে খেলার সময় আমার ছোটভাই তুষার ও তপুর সাথে শ্মশানপাড়ার মুক্তার আলীর ছেলে জুয়েলের বিরোধ বাধে। স্থানীয়রা তখনই বিরোধ নিষ্পত্তি করে হাত মিলিয়ে দেন। অথচ রাত ৯টার দিকে জুয়েল তার লোকজন নিয়ে আমাদের বাড়ি সংলগ্ন দোকানে হামলা চালায়। ভাঙচুর করে। ঠেকাতে গেলে মায়ের হাতে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি। রাতেই কোমেলা খাতুনকে রাজশাহীর উদ্দেশে নেয়া হয়েছে।