মুরগি রান্না না করায় গালিগালাজ : ক্ষুব্ধ পুত্র কুপিয়েছে পিতাকে-৩

 

স্টাফ রিপোর্টার: দুপুরে কেনা বয়লার মুরগি রান্না না করায় রাতে ফিরে গালিগালাজ শুরু করলে ছেলে তার পিতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে গতরাত ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ায়। গুরুতর জখম মজনুকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা ফার্মপাড়ার বজলুর রহমান বলাইয়ের ছেলে মজনুর রহমান গতকাল একটি মুরগি কিনে বাড়ি ফেরেন। পুত্রবধূকে রান্না করতে বলেন। রাতে বাড়ি ফিরে খাওয়ার সময় মুরগির রান্না মাংস না পেয়ে গালিগালাজ শুরু করেন। ক্ষিপ্ত হয়ে চেলে আব্দুর রহিম ধারালো অস্ত্র দিয়ে পিতার ঘাড়ে একের পর এক কোপ মারতে থাকেন। রক্তাক্ত জকম মজনুকে পরিবারের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মজনু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো। ঘাড়ে কোপ মারায় মজনুর সুস্থ হয়ে ওঠার আশা কম বলে মন্তব্য চিকিৎসকের। কর্তব্যরত চিকিৎসক রাতেই মজনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। নিকটজনেরা রাতেই তাকে রাজশাহীর উদ্দেশে নিয়েছে। তবে শেষ পর্যন্ত তার ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি।

মজনুর শয্যাপাশে থাকা তার বোন মাজেদা খাতুন বলেন, ‘মদ-তাড়ি খেয়ে বাড়ি ফিরে বিটার বউকে গালিগালাজ করায় ছেলের মাথা গরম হয়ে যায়। রাগের মাথায় ছেলে ঘটনা ঘটিয়ে ফেলেছে।’

Leave a comment