তিস্তার পানি বণ্টন চুক্তি: ঢাকা সফর নিয়ে দোটানায় মমতা

 

মাথাভাঙ্গা মনিটর: তিস্তার পানি বণ্টন প্রসঙ্গটির এখনো সুরাহা হয় নি। অথচ ফেব্রুয়ারিতে ঢাকা সফরে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন,চিন্তা করবেন না। তিস্তা এখন আমার ভাবনার বিষয়। আর সে চিন্তাতেই জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঢাকা সফরে থাকবেন কি না, তা ঠিক করতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । ফলে তার সফর নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশ সফরে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। তবে বাংলাদেশ সফরে থাকবেন কিনা এখনও ঠিক হয়নি বলে গত মঙ্গলবার নিজেই জানিয়েছেন মমতা। নবান্ন থেকে বের  হওয়ার পথে মমতা বলেন, কলকাতা থেকে ঢাকা হয়ে সরাসরি আগরতলার বাস চলবে। আমি যেতে পারব কি না জানি না। তবে তিনি যে জুলাইয়ে লন্ডন সফর যে করছেন তা পাকা। মমতা বলেন, জুলাইয়ের শেষে লন্ডনে যাব। গতকাল বুধবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে (বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠান) যারা গাইবেন, তারাও আমার সাথে লন্ডনে যাবেন।

তবে মমতার ঢাকা সফর নিয়ে এই দোটানায় স্পষ্ট তিস্তার পানি বণ্টন নিয়ে সুরাহা এখনো হয় নি। নিজের ঘনিষ্ঠ মহলে মমতা জানিয়েছেন, একান্তই যদি ঢাকায় যাওয়া না হয় তাহলে কলকাতা-ঢাকা-আগরতলা বাসের সূচনা অনুষ্ঠানে তিনি কলকাতায় উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে খবর, মমতা ঢাকা যাবেন ধরে নিয়ে প্রস্তুতি করছেন তারা। কারণ মমতা শেষ মুহূর্তে যদি যাওয়ার সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া সারতে অসুবিধা হবে। তবে মমতা ঢাকা যাওয়ার বিষয়ে এখনো সবুজ সংকেত দেন নি। তাই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরকেও এনিয়ে কিছু জানানো হয় নি।

Leave a comment