বেগনগরের নাতি অপহরণের অভিযোগে অভিযুক্ত শাওন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বেগনগর মাঝেরপাড়ার কামরুজ্জামান শাওনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীকে ফুঁসলিয়ে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে কদর আলী। শাওন বলেছে, তার সাথে ওই যুবতীর প্রেম সম্পর্ক। যুবতীর বাড়ি কুষ্টিয়া ভেড়ামারার তারগুনিয়া। ওর নানাবাড়ি আমাদের গ্রামে। সেখান থেকেই প্রেম সম্পর্ক। গত ১৩ মে নিজেরা পাবনায় গিয়ে বিয়ে করেছি। অথচ যুবতীর পিতা অপহরণ মামলা করেছে। পুলিশ যুবতীকে উদ্ধার করেছে। শাওনকে গ্রেফতার করেছে।

Leave a comment