জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়ার ভ্যানচালক হতদরিদ্র পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। প্রতিবেশী প্রেমিক ফারুক হোসেন (২০) বিয়ের মিথ্যা প্রলোভনে প্রেমিকার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করায় সে এখন দু মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ পওয়া গেছে। অভিযোগকারীরা বলেছে, বিষয়টি প্রেমিক পরিবারকে জানালে তারা এখন ওই কিশোরীর গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য উঠে পড়েছে লেগেছে। এদিকে অসহায় প্রেমিকা সন্তান গর্ভে নিয়ে বিয়ের দাবিতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে।
অভিযোগসূত্রে জানা গেছে, জীবননগর পুরাতন তেঁতুলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফারুক প্রতিবেশী ভ্যানচালকের মেয়ের (১৮) সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে সে নিয়মিত তার দেহভোগ করতে থাকে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়ে। এ অবস্থায় প্রেমিকা ফারুককে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সে তাকে এড়িয়ে চলতে শুরু করে। ফলে বিষয়টি ওই কিশোরীর পরিবার ফারুকের পরিবারকে জানায়। কিন্তু প্রভাবশালী ফারুকের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে প্রেমিকার গর্ভের দু মাসের বাচ্চা ফেলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় তারা জনপ্রতিনিধিসহ সমাজপতিদের দ্বারস্থ হয়। কিন্তু তাতে কোনো ফল হয়নি। ফলে অসহায় হয়ে পড়েছে প্রেমিকার পরিবার। তারা আইনগত সহায়তার জন্য লোকমোর্চাসহ মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেছে।