কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সাহিত্য আসর অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার এতিহ্যবাহী কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি-বিজড়িত ‘কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদ’ এর সাহিত্য আসর গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়েজিত ১০ দিনব্যাপি নজরুল মেলার ৪র্থ দিনে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন সুকলালের সভাপতিত্বে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু। স্বরচিত সাহিত্য পাঠ ও সঙ্গীতানুষ্ঠান আয়োজিত মেলার মনমুগ্ধকর বৈচিত্রময় পরিবেশে অনুষ্ঠিত হয়। স্বরচিত লেখা পাঠ ও সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করেন- গুরু কালু মল্লিক, কবি রহমত বিশ্বাস, আমজাদ হোসেন, শরীফ সাথী, ডা. সাইফুল ইসলাম, মুরশীদ আলম, আব্দুল আলীম, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক আফাজউদ্দীন, আবুল কালাম, রিগান আহম্মেদ রিংকু, পলাশ, শম্ভু, অঞ্জন,সুমিয়া খাতুন, শান্তা শোভা, শাহাবুদ্দিন, জান্নাতুল জ্যোতি, মিম খাতুন, শুভ, শ্রী রঘুনাথ পাল, বাদশা, মিনাল, মমিদুল, শফি, শাহিন, কামাল, জীবন, আনিছসহ একঝাঁক কবি ও শিল্পিবৃন্দ। নজরুলের ওপর কবিতা আবৃতি শুনে এলাকার জনসাধারণ সুরের মূর্ছনায় প্রাণের ছোঁয়ায় ফিরে পাই নতুন স্পন্দন, বাঁধভাঙা আনন্দ জোয়ারে মেতে ওঠে নজরুল মেলায় সকলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শরীফ সাথী।

Leave a comment