মাথাভাঙ্গা মনিটর: জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তানে পৌঁছেছে। ছয় বছর পর এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে বন্দুকধারীদের হামলার পর কোনো শীর্ষ আন্তর্জাতিক দল পাকিস্তান গিয়ে ক্রিকেট খেলেনি। আগামী শুক্রবার থেকে জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে সিরিজ শুরু হবে। তবে আইসিসি বলেছে তারা এ সিরিজের জন্য কোন আম্পায়ার পাঠাবে না। ফলে পাকিস্তানের স্থানীয় আম্পায়ার দিয়েই এ সিরিজ পরিচালনা করতে হবে।
ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, আগামী আগস্ট মাসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। আগামী মাসে বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বিসিবির মহিলা উইং এর চেয়ারম্যান এমএ এ চৌধুরী ভুলু বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদেরকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে।