জীবননগরে মাদক ব্যবসা বন্ধ করতে নিষেধ করায় দুজনকে পিটেয়ে জখম!

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামে দুজনকে পিটিয়ে জখম করেছে কয়েকজন। মারপিটের শিকার দুজন বলেছেন, মাদক ব্যবসা বন্ধ করতে নিষেধ করায় মাদকব্যবসায়ীরা মারপিট করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের মালোপাড়ায়।

এলাকাবাসী জানায়, উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার রবগুল মণ্ডল ওরফে ম্যাগার ছেলে বকুল (৪৫), দিনু মণ্ডলের ছেলে শরিফ (৩১) ও তারাচাঁদ মণ্ডলের ছেলে মুক্তার হোসেন (২৮) ওই এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকব্যবসা করে আসছিলো। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে আলমগীর ও মৃত তাইজেল মণ্ডলের ছেলে সালাম চি‎হ্নিত ওই ৩ মাদকব্যবসায়ীকে মাদকব্যবসা বন্ধ করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকব্যবসায়ী বকুল, শরিফ ও মুক্তার হোসেনসহ তাদের সাঙ্গপাঙ্গরা সোমবার রাত ১০টার দিকে আলমগীর ও সালামকে পিটিয়ে গুরুতর আহত করে।

Leave a comment