চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান এখন ফোর ইন ওয়ান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান একাই চার উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন। বিগত এক দশকের বেশি সময় ধরে দামুড়হুদাসহ অন্য তিন উপজেলায় উপজেলা কর্মকর্তা না থাকায় খাদ্য বিভাগ কর্মকর্তা সঙ্কটে ভুগছে। এর ফলে দাপ্তরিক কার্যক্রমগুলো মুখ থবড়ে পড়ার উপক্রম হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি তৎকালীন চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম চাকরি থেকে অবসরে যান। তিনি থাকাকালীন পাঁচ বছর একাধারে চার উপজেলার দায়িত্ব পালন করেন। একইভাবে পূর্বের কর্মকর্তাও দায়িত্ব পালন করতেন। এভাবে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গার দামুড়হুদা, আলমডাঙ্গা ও জীবননগরে উপজেলা খাদ্য কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কার্যক্রম সদর উপজেলা কর্মকর্তাকেই সারতে হয়। এ এক বিরল ঘটনা। তরিকুল ইসলামের অবসর গ্রহণের দিনই যোগদান করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে মুশফিকুর রহমান। তিনিই যোগদান করেই তরিকুল ইসলামের মতো অন্য তিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিগত চার মাস যাবত।

এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তিনি যোগদানের পর থেকেই সদর উপজেলার দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিন উপজেলার দায়িত্ব পালন করছেন। তবে, সদর উপজেলায় ২ দিন ও অন্য তিন উপজেলায় সপ্তায় ১ দিন করে সময় দিয়ে কার্যক্রম চালু রাখার চেষ্টা করে যাচ্ছেন।

Leave a comment