জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী ও বেনীপুর বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল সোমবার বিজিবি সদস্যরা পৃথক এ অভিযান পরিচালনা করে।
বিজিবিসূত্রে জানা যায়, উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পেট্রোল পাম্পের নিকট ১২০ বোতল ও দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাঠ থেকে ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এছাড়াও বেনীপুর বিওপি বিজিবির টহল কমান্ডার হাবিলদার আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে নবদূর্গাপুর মাঠ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।