স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, ভোটারদের অধিকার তাদের হাতে ফিরিয়ে না দেয়া হলে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নির্বাচন কমিশন, সিটি করপোরেশন নির্বাচন ও গণতন্ত্রের ভবিষৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আব্দুর রউফ বলেন, আজ আমরা কারচুপির নির্বাচন নিয়ে লাফালাফি করছি, কিন্তু কোনো সরকারের অমলেই নির্বাচন সুষ্ঠু হবে না, যদি ভোটারদের অধিকার তাদের নিজের হাতে না থাকে। তিনি বলেন, সিটি করপোরেশনের কারচুপির ছবিগুলো হাজার হাজার সিডি কপি করে বাংলাদেশের সমস্ত এলাকায় ছড়িয়ে দিতে হবে। তাহলে অন্তত সাধারণ মানুষ তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্ল্যাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া এই সিটি নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ৫ জানুয়ারি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিলো। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন।