আতলেতিকোকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার বার্সেলোনার

মাথাভাঙ্গা মনিটর: এক ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা নিশ্চিত করলো বার্সেলোনা। লিওনেল মেসির একমাত্র গোলে গত আসরের চ্যাম্পিয়ন আতলেতিকোকে হারিয়ে ২৩তম শিরোপার স্বাদ নিলেন লুইস এনরিকের শিষ্যরা। এবার মরসুমের শুরু কিছুটা খারাপ হলেও শেষদিকে এককভাবেই শীর্ষে ছিলো মেসি-নেইমার-সুয়ারেসদের বার্সেলোনা। এ ত্রয়ী স্ট্রাইকারের আক্রমণে চূর্ণ-বিচূর্ণ হয়েছে প্রতিপক্ষের জাল। তারই ফল স্বরূপ এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলল বার্সেলোনা। এ আসরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও লিগের অন্যতম ফেভারিট দল রিয়াল মাদ্রিদ তেমন একটা সুবিধা করতে পারেনি।

গত মরসুমে নিজেদের মাঠে এ আতলেতিকো মাদ্রিদের সাথে ড্র করেই শিরোপা হারিয়েছিলো বার্সা। এবার সেই প্রতিপক্ষকে ঘরে মাঠে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি মধুর প্রতিশোধও নিলো স্পেনের অন্যতম সফল দলটি। গত রোববার ভিসেন্তে কালদেরনেতে প্রথমেই অতিথিদের ওপর চড়াও হয় আতলেতিকো। বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক ও পরপর কয়েকটি কর্নারে বার্সেলোনার রক্ষণভাগকে টালমাটাল করে তোলে তারা। বার্সেলোনা প্রথম সুযোগটি পায় ১৩তম মিনিটে। মেসির হেড আটকে দলকে সুরক্ষা দেন ইয়ান ওবলাক। ৩৩তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারে ছুঁয়ে বাইরে চলে গেলে সে যাত্রাও রক্ষা পায় আতলেতিকো। ৪৫তম মিনিটে আবার সুযোগ আসে বার্সেলোনার সামনে। আচমকা দূরপাল্লার শটে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙতে চেয়েছিলেন আলভেস। পারেননি প্রাজিলের এ ডিফেন্ডার। ঝাঁপিয়ে তার প্রচেষ্টা ব্যর্থ করে দেন ওবলাক।

৬৫ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। মেসি ও নেইমারের দুর্দান্ত বোঝা পড়ায় এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত মেসির একমাত্র গোলেই জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। ৩৭ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৯৩, রিয়াল মাদ্রিদের ৮৯ ও আতলেতিকোর ৭৭।

Leave a comment