মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর মোনাখালী ইউপি প্রাথমিক বিদ্যালয় ভিক্তিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে মানব উন্নয়ন কেন্দ্র মউক ও গণসাক্ষরতা অভিয়ানের আয়াজনে এবং ডিএফআইডি’র সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন। সভাপতিত্ব করেন এসএমসি ও ওয়াচ কমিটির সভাপতি রকিবুল ইসলাম কাচা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, আব্দুল মজিদ ও শেলিনা খাতুন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মউক’র প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মেদ প্রমুখ।