পাহারাদারদের অস্ত্রের কোপে তিন চোর ঘায়েল

দামুড়হুদার শিবনগরে রাতের আঁধারে বাগান থেকে লিচু চুরি

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: লিচু চুরি করার সময় পাহারাদারদের অস্ত্রের কোপে গুরুতর ঘায়েল হয়েছেন দামুড়হুদার শিবনগর গ্রামের অভিযুক্ত তিন চোর। ধারালো অস্ত্রের কোপে তারা ক্ষতবিক্ষত হন। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত ১০টার দিকে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪৫), মজিবরের ছেলে সবুজ (২৪) ও ম্যাগার ছেলে শওকত গ্রামের মাঠে একটি বাগানে লিচু চুরি করতে যান। গাছে উঠে লিচু পাড়ার সময় পাহারাদারেরা টের পেয়ে তাদেরকে কুপিয়ে ঘায়েল করেন। এর মধ্যে গুরুতর আহত হয় সবুজ। আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় নাটুদাহ ক্যাম্প ইনচার্জ এসআই বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment