দামুড়হুদায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দু দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কনসালটেন্ট ডা. সুবোধ কুমার কুণ্ডু। রিসোর্স পারসন ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। কোর্স সমন্বয়কারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুরের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জোয়ার্দ্দার। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, ইউপি সচিব শাহাবুবুর রহমানসহ নতিপোতা ইউপির সকল ইউপি সদস্যবৃন্দ। প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যখাতে কমিউনিটি ক্লিনিক বিশ্বব্যাপি মডেল হতে যাচ্ছে। ক্লিনিকগুলো সচল থাকলে এলাকার সাধারণ জনগণ ভালো থাকবে সুস্থ থাকবে। আর এজন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

Leave a comment