স্টাফ রিপোর্টার: গত কয়েকটা মাস ধরে বিশেষ সুবাতাস বইছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। নিজেদের সবচেয়ে সফলতম বিশ্বকাপ, এপ্রিল-মে তে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়, টি-টোয়েন্টি জয় এবং টেস্টে গৌরবের সঙ্গে ড্র করে বাংলাদেশ। এ সফল সময়ের পর কয়েকদিনের ছুটি পেয়ে সেটির সদ্ব্যবহার করতে আর দেরি করেনি টাইগাররা। ছুটি পেয়েই পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তারা, অনেকে চলে গিয়েছেন দেশের বাইরে বেড়াতে। মুশফিকুর রহিম তার স্ত্রীকে নিয়ে উড়াল দেন মালদ্বীপের উদ্দেশ্যে। নিজের ফেসবুক পেজ এ মালদ্বীপের বেশ কিছু ছবিও তিনি আপলোড করেছেন। একটি ছবিতে দেখা গেছে স্ত্রীসহ জাহাজে ঘুরে বেড়াচ্ছেন।
তামিমের স্ত্রী আয়েশা মালয়শিয়াতে পড়াশুনা করেন। তামিম তাই ছুটি পেয়েই আর দেরি করেননি। তার নিজের ফেসবুক পেজ এ স্ত্রীসহ একটি ছবি দিয়ে সেখানে ক্যাপশন দেন, স্ত্রীর সাথে মালয়শিয়াতে নিজের পছন্দের জায়গায় ঘুরছি।
সাকিব আল হাসান অবশ্য আইপিএল খেলতে উড়াল দেন ভারতে। গত শনিবার বেশ কজন ক্রিকেটার গেছেন কক্সবাজারে। সেখানে বিচ ক্রিকেট খেলবেন তারা। মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে তামিম ইকবাল, নাসির হোসেন ও রুবেল হোসেনের সাথে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছেন তারা। সাথে মুশফিক লিখেছেন, ‘বিচ ক্রিকেট খেলতে কক্সবাজার যাচ্ছি।’ ক্রিকেটারদের এই ছুটি শেষ হবে ১৭ তারিখ। ভারতের বিপক্ষের সিরিজকে সামনে রেখে ১৮ মে থেকে অনুশীলনে নামবে টিম বাংলাদেশ। আগামী মাসে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত।